Failed to load content.

Advertisement

গাজীপুরে শিল্প কারখানায় দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এম. আমজাদ খান : গতকাল ২৮ অক্টোবর বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গার্মেন্টস-ঔষধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলার প্রতিবাদে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবীতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালাইলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত! তাদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে আবারও তারা ফ্যাসিবাদের আগ্রাসন চালাবে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করবো শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার ব্যাবস্থা করতে হবে। তাহলেই দীর্ঘ আন্দোলনের সু-ফল আমরা পাব। বহু রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি।

নোবেল বিজয়ী ড. ইউনুস অনেক বড় মাপের মানুষ। আমরা চাই তিনি দ্রুত রাষ্ট্রের সংস্থার করে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা করবেন। এটাই আমাদের পরিস্কার বক্তব্য। আমার ভোট আমি দেব এর মাধ্যমেই দেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হবে। এর জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠান বাঁচাতে হবে। শ্রমিক সমাবেশে বিএনপি শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, গাজীপুর জেলার সভাপতি একেএম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মো. শওকত হোসেন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনির প্রতিনিধি, গাজীপুর জেলা শ্রমিক দল সভাপতি মো. মিনার উদ্দীন, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার।

শ্রমিক সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির সহ-শ্রমবিষক সম্পাদক মো. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দীন সরকার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, বিএনপির নেতা রাকিব উদ্দীন সরকার পাপ্পু প্রমুখ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *