Advertisement

পাটগ্রাম থানা-পুলিশের কার্যক্রম শুরু

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে টানা সাতদিন লালমনিরহাটের পাটগ্রাম থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল থেকে থানার এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, আবু সাঈদ চৌধুরী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার নুরুল ইসলাম এর সহযোগিতায় পাটগ্রাম থানা পুলিশ ইউনিফর্ম পরে গাড়ী নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও সড়কে টহল দিতে দেখা গেছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

এছাড়াও আমি আমার অফিসার ফোর্সসঙ্গীসহ আমরা সম্মিলিতভাবে এককভাবে কাজ শুরু করেছি এবং আগামীর যে দিনগুলো রয়েছে সেগুলো তো আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *