Advertisement

বাগেরহাটে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয়ায় বিপাকে এলাকাবাসী

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া এলাকায় মাদকসহ এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে ধরিয়ে দেয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। আটকের পর জেল থেকে মুক্তি পেয়েই পাটরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাদল শেখ (৩০) ও তার লোকজন বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে। এই মাদক ব্যবসায়ীকে ধরতে যারা সহযোগীতা করেছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিথ্যা মামলা করেছেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাদক ব্যবসায়ী বাদল শেখ পাটরপাড়া গ্রামের মো. রশিদ শেখের ছেলে।

জানা যায়, গত ২০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে বাদল শেখ ও তার সহযোগী মো. জাহাঙ্গীর পাটরপাড়া এলাকায় ৬শত ৮০ গ্রাম গাজাসহ এলাকাবাসীর সহযোগীতায় পুলিশের হাতে আটক হয়। তাদের কাছ থেকে একটি ডিজিটার পরিমাপক যন্ত্রও পাওয়া যায়। আটককৃতরা স্থানীয় জনগন ও প্রশাসনের সামনে মাদক ব্যবসার কথা স্বীকার করে। প্রশাসন তাদের উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করে। মামলা থেকে জামিনে মুক্তি পেয়েই বাদল শেখ ও তার লোকজন একাবাসীকে বিভিন্ন ভাবে হুমকী- ধামকী দিয়ে আসছে। এলাকার তানজীল হোসেন, শেখ জিয়াউর নিশানসহ ৮/১০ জন এলাকাবাসীর সহযোগীতায় মাদক ব্যবসায়ী বাদলকে পুলিশের হাতে তুলে দিতে যারা সহযোগীতা করছে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, বাদল শেখ মাদক সেবন ও বিক্রীর সাথে দীর্ঘদিন ধরে জড়িত। ২০ তারিখে রাত সাড়ে ১০টা উল্লেখ করে বাগেরহাট কোর্টে যে মামলা করেছে তা সম্পূর্ন ভিত্তীহীন। এলাকাবাসী এ মাদক ব্যবসায়ী ও এদের সাথে যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় উপস্থিত বাগেরহাট সদর উপজেলা সাবেক বিএনপির সভাপতি নাসির উদ্দিন মালেক বলেন, এলাকার মাদক ব্যবসায়ী আটক হয়েছে শুনে আমি পাটরপাড়া দক্ষিন পাড়া ঈদগাহ এর সামনে যাই। সেখানে বাদল শেখসহ আরো একজনকে মাদকসহ আটক দেখতে পাই। তারা মাদক সেবন ও বিক্রীর সাথে জড়িত বলে এলাকাবাসীর সামনে স্বীকার করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন শুনেছি বাদল শেখ বাদী হয়ে এলাকাবাসীর নামে হামলার মামলা দিচ্ছে, এ বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন।

এ ঘটনায় বাগেরহাট সদর থানার এসআই মো. আবু হানিফা কামাল বলেন, ২০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে জানতে পারি ২ ব্যক্তিকে মাদকসহ আটকিয়ে রেখেছে এলাকাবাসী। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী বাদল শেখ ও তার সহযোগী মো. জাহাঙ্গীর ৬শত ৮০গ্রাম গাজা ও ১টি ডিজিটার পরিমাপক যন্ত্র উদ্ধার করি। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয় ও জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *