Advertisement

রাঙামাটিতে এসপি’র নেতৃত্বে কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা

আলমগীর মানিক, রাঙামাটি : সারাদেশে বিক্ষুব্ধ মানুষের জনরোষে পড়ে ব্যাপক হামলা-খুনের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১১ দফা দাবি জানিয়ে টানা কর্মবিরতিতে থাকা রাঙামাটির কয়েক হাজার পুলিশ সদস্য সরকারের আশ্বাসে কাজে যোগ দিয়েছে।

সোমবার দুপুরে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করে পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু রাঙামাটি কোতয়ালী থানা নয়। রাঙামাটি উপজেলার ১২টি থানায় এক যোগে কাজে যোগদান করেন পুলিশ কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন পর পুলিশ ফাঁড়িতে ফিরে আসে কর্মব্যস্ততা। সচল হয় থানার কার্যক্রম।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, জনগণকে সাথে নিয়ে কাজ করবে পুলিশ বাহিনী। পাহাড়ি এ অঞ্চলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত ছিল। রাঙামাটি জেলায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *