Advertisement

সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

আলমগীর মানিক, রাঙামাটি : গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর ন্যাক্কারজনক হামলা ও গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি লোকনাথ মন্দির  এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেদভেদী বাজারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের দেশ প্রেমিক সেনাবাহিনী যখন একটি অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে, ঠিক সেসময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারি শেখ হাসিনার নির্দেশেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে দাবি করে বক্তারা সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুমুকের আসামী করে মামলা দায়ের করে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ৬নং ওয়ার্ড ছাত্রদল উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যেই বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ছাত্রদল নেতা অলি আহাদ, আবুল কালাম ছগির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো. আবছার হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, জেলা মহিলাদলের নেত্রী মনোয়ারা বেগম. ৬নং ওয়ার্ড যুবনেতা মো. জসিম খান, যুবনেতা শ্রাবন, নগর শ্রমিক দলের নেতা নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা অনুতোষ অন্তুসহ ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতিকে কলুষিত করবেন না : মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার : নিবন্ধিত ৪৪ ও অনিবন্ধিত ৮০ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাঁধের উপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন যারা দেখছেন তারা রাজনীতিকে কলুষিত করবেন না। এতে করে রাজনীতির উপর সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ হবে।
নতুনধারার ১২২ তম প্রশিক্ষণ কাউন্সিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। ১৬ আগস্ট ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী।
বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, রাজনীতির নামে মানুষকে কষ্টে রাখা কোনো নীতিবান রাজনৈতিক প্লাটফর্মের কাজ নয়। আমরা চাই দেশের মানুষের কথা ভেবে ৫২ হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমানের যাবজ্জীবন শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণহত্যা ও অর্থপাচারকারীদের বিচারের জন্য ‘বিশেষ ট্রাইবুনাল’ গঠন করে সজীব ওয়াজেদ জয়ের মত বড় বড় রাঘব- বোয়ালদের দ্রুত বিচারের কার্যক্রম শুরু করুন।

রাঙামাটিতে ২ মেয়র-কাউন্সিলরসহ জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

আলমগীর মানিক, রাঙামাটি : স্বৈরাচারী সরকারের আমলে সাধারণ ভোটারদের অধিকারহরণ করে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতে জেলা পরিষদ ও দুই পৌরসভায় চেয়ারম্যান-মেয়র পদে তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধি ও সদস্যদের পদত্যাগে সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারি ও বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়িতে এবং বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরে বৈষম্য বিরোধী আন্দোলনকারি ছাত্র-জনতা পৃথকভাবে আল্টিমেটামের ঘোষণা দেয়। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, জনগণের অধিকারহরণকারি আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবে।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির উদ্দিনের পদত্যাগের দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরে ঝাঁড়-মিছিল বের করে আন্দোলনকারিরা। মিছিলটি শাপলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র-জনতা বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মো নাছির মো. আবু জাহেদ, সেলিম জাবেদ, মো. হারুনুর রশিদ, মো. সবুজ মিয়া, কফিল নুর কবির উদ্দিন প্রমূখ।
অপরদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও তার পরিষদের সকল সদস্য এবং রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও তার মেম্বারদের পদত্যাগের দাবি জানিয়ে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা ৪ দফা দাবি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ :-
(১) ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সাবেক সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
(২) সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
(৩) প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
(৪) প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।