Advertisement

যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নেটওয়ার্ক নিয়ারস্ নির্বাহী কমিটির  সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার  নিয়ে  কর্মরত  এনজিওদের  শীর্ষ সমন্বয়কারী সংগঠন  “নেটওয়ার্ক ফর  এডোলোসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ্ রাইটস্ এন্ড সার্ভিসেস্  (নিয়ারস্) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদপুর (ঢাকা) আদাবর রোডস্হ মেরীস্টোপ্স্ বাংলাদেশ প্রধান কার্যালয়ে ১৩ জুলাই/২৪ (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেরীষ্টোপস্ বাংলাদেশ এর দেশীয় পরিচালক কিশোয়ার ইমদাদ।
মেরীস্টোপস্ এডভোকেসী বিভাগের অপারেশন লীড অফিসার মান্জুম নাহার এর সঞ্চালনায় নিয়ারস্ সভাপতি কেয়ার বাংলাদেশের  হেড অব হেলথ্  এক্টিং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর  ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন ভাইস্ চেয়ারম্যান (বিউক নির্বাহী প্রধান) কাজী শামসুল আলম, ভাইস চেয়ারম্যান (মিরর চীফ) ইমতিয়াজ  পাভেল, ট্রেজারার (পিএসটিসি প্রোগ্রাম অফিসার) কানিজ গোফরানি কোরায়েশি কান্তি, এক্সিকিউটিভ মেম্বার (কাইডস্  নির্বাহী পরিচালক) শাহ সারওয়ার জাহান, এক্সিকিউটিভ  মেম্বার (একলাব, নির্বাহী পরিচালক) সৈয়দ তারিকুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার (আর ডব্লিউ ডিও নির্বাহী পরিচালক) সমিতা বেগম মীরা, এক্সিকিউটিভ মেম্বার (সিডব্লিউএফডি- ইয়ুথ এন্ড এডোলোসেন্ট প্রোগ্রাম হেড) সানোয়ার হোসেন খান, এক্সিকিউটিভ মেম্বার (এডিআই সহকারী পরিচালক)  ইকবাল হোসেন।
সভায় নেটওয়ার্ক শক্তিশালী করা, সদস্য এনজিওদের ওয়্যথ নেয়াসহ আগামী দু’মাসের মধ্যে অডিট ও বার্ষিক প্রতিবেদন তৈরীসহ বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন  যথাযথভাবে সম্পন্ন করার জন্য মান্জুম নাহারকে আহ্বায়ক ও কাজী শামসুল আলম, ইমতিয়াজ পাভেল,  শাহ সারওয়ার জাহান ও কানিজ গোফরানী কোরায়েসী কান্তিকে সদস্য করে (৫) পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। মেরীষ্টোপস্ বাংলাদেশ জাতীয় সচিবালয় হিসেবে দায়িত্ব পালন ও নেটওয়ার্ক জোরদার করণে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করার পর সভাপতি  সভার সমাপ্তি ঘোষণা করেন।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *